২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০০

ইনকাম ট্যাক্স কার্ড পেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ হস্থান্তর করেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর নিকট তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড হস্তান্তর করেন।

রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এসময় জানানো হয়, প্রধনমন্ত্রী শেখ হাসিনা ১৯৮২-৮৩ কর বর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতিফলক তৈরি করে তাকে অভিনন্দন জানিয়েছে।

আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এবারই প্রথম জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের জন্য ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দেয়া শুরু করেছে। আয়কর মেলা-২০১৭ এর বাড়তি আকর্ষণ ছিল করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ