আন্তর্জাতিক ডেস্ক:
ইরান-ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৯ জন হয়েছে। সোমবারের এই ভূমিকম্পে আহত হয়েছেন ইরান ও ইরাকের অন্তত দুই হাজার ৬০০ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। নিহতদের বেশিরভাগ ইরানের কেরমানশাহ প্রদেশের বাসিন্দা। ইরাকে সাতজন মানুষ নিহত হয়েছে, রাজধানী বাগদাদে ভূমিকম্পের পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
বাগদাদের বাসিন্দা মাজিদা আমির বলেন, আমি আমার তিন সন্তানকে নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ ভবনগুলো যেন নাচা শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম বড় বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু এরপরই আমি শুনতে পাই, আমার আশেপাশে সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে।
স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে ইরাকের হালাবজা শহর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্কি জরিপ সংস্থা। ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল ভূগর্ভের ৩৩.৯ কিলোমিটার গভীরে।
ইরাকের রাজধানী বাগদাদে পাশাপাশি ওই অঞ্চলের ইসরায়েল, তুরস্ক, কুয়েত, আর্মেনিয়াম জর্দান, লেবানন, সৌদি আরব, কাতার ও বাহরাইনেও ভূকম্পন অনুভূত হয়।
তবে হতাহত ও ক্ষতি ইরান ও ইরাকেই সীমিত রয়েছে।
তবে হতাহত ও ক্ষতি ইরান ও ইরাকেই সীমিত রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর