২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৪

সুজুকির সুপার বাইক ‘সুজুকি ইনট্রোডার’

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

নতুন একটি ক্রুজার বাইক এনেছে ‘Suzuki’। মডেল নাম ‘Suzuki intruder’। ১৫০ সিসির এই বাইকটি ক্রুজার ও স্পোর্টসের মিশ্রণে বাইকটি তৈরি করা হয়েছে। এটি বাজাজ এভেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাজাজ এভেঞ্জারও ক্রুজার বাইক। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে এই বাইকটির আত্মপ্রকাশ করানো হয়। এটি মূলত Suzuki’র প্রথম সুপার বাইক। কার্বুরেটর ইঞ্জিনের এই বাইকটি এয়ার কুলড। এর ইঞ্জিন ১৪.৬ বিএইচপি@ ১৪ এনএম শক্তি উৎপাদন করতে পারে। এই সুপার বাইক নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা চলছে। এমনকি অনেক বাইকাররা এই গাড়ির প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

বাইকটিতে 5 speed gearbox রয়েছে। এতে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এর টেল লাইট এলইডি। ডুয়েল এক্সহস্ট সম্পন্ন বাইকটিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। অ্যালয় হুইলের চাকায় টিউবলেস টায়ার সংযোজন করা হয়েছে। বাইকটির ওজন ১৪৮ কিলোগ্রাম। এতে ১১ লিটার জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে। সামনে চাকায় টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং রিয়ারে আছে সুইং আর্ম রিয়ার সাসপেনশন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ২:৩২ অপরাহ্ণ