১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

পেরুতে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

পেরুর উত্তরাঞ্চলে রবিবার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুই হাজার বছরের একটি পুরনো মুর‌্যাল ও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়েছে। টুম্বাস রিয়ালেস ডি সিপান জাদুঘরের পরিচালক এ কথা জানিয়েছেন। জাদুঘরের প্রধান ওয়াল্টার আলভা এক বিবৃতিতে বলেন, ‘আমি এই দুঃখজনক ঘটনার সংবাদ পেয়েছি। আগুনে পুড়ে ভেনট্যারনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে গেছে। ’ খবর এএফপি’র।

ভেনট্যারন মন্দিরটি সাড়ে চার হাজার বছরের পুরনো। এটিকে এখন পর্যন্ত আমেরিকার দেশগুলোর মধ্যে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন প্রত্নতত্ত্বিক নিদর্শন হিসেবে মনে করা হয়। পোম্যালকা এগ্রিবিজনেস কোম্পানির শ্রমিকরা আখ ক্ষেতে আগুন দেখতে পায়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দমকল কর্মীরা জানিয়েছে, ৯৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ