১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

ট্রেনে যৌন হেনস্তা হয়েছিলেন বিদ্যা

বিনোদন ডেস্ক:

যৌন হয়রানি ও যৌন হেনস্তার বিষয়ে সরব এখন গোটা বিশ্ব। এ বিষয়ে মুখ খুলেছেন হলিউড, বলিউডের একাধিক তারকা। জানিয়েছেন, তাঁদের সঙ্গে ঘটে যাওয়া দুঃস্বপ্নের নানা স্মৃতি। এই যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউডডের আরেক অভিনেত্রী বিদ্যা বালানও। তবে অন্যদের মতো কোনো পরিচালক বা প্রযোজকের দ্বারা নন, তিনি এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হয়েছিলেন চলন্ত ট্রেনে।

সম্প্রতি বিদ্যার নতুন ছবি ‘তুমহারি ‍সুলু’র নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু খারাপ স্মৃতিও শেয়ার করেন নায়িকা। বলেন, কোথায়, কীভাবে তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, ‘কলেজে পড়ার সময় লোকাল ট্রেনে করে যাতায়াত করতেন বিদ্যা বালান। তখন মুম্বাইয়ে চেম্বুর স্টেশন থেকে ভিটি স্টেশনে প্রায় প্রতিদিনই তাকে আসা-যাওয়া করতে হতো। ওই সময় চলন্ত ট্রেনে কেউ কেউ বিদ্যার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় চিমটি কেটে দিত। তারা শরীরের এখানে ওখানে হাত দিত। রাগে তখন চিৎকার করে উঠতেন বিদ্যা।’

শুধু তাই নয়। ট্রেনের জন্য মুম্বাইয়ের ভিটি স্টেশনে যখন তিনি দাড়িয়ে থাকতেন, তখন নাকি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও তাঁর দিকে আপত্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। নানা অঙ্গ-ভঙ্গি করতেন। বিদ্যাকে চোখ মারতেন। তবে মুখ বুজে সহ্য না করে সেসময় এসব ঘটনার নাকি যথাযথ প্রতিবাদ করেছিলেন নায়িকা। বলিউডে যৌন হয়রানির ব্যাপারে বিদ্যা বলেন, ‘এখানে কোনো নারী নিরাপদ নয়। প্রতিমুহূর্তেই এখানে মুখোশ পরা কিছু মানুষের মুখোমুখি হতে হয় মেয়েদের। তবে সবাই যে শিকারে পরিণত হন, তা নয়। অনেকেই নানা উপায়ে এই পশুদের হাত থেকে নিজেকে রক্ষা করেন।’

নিজের ব্যাপারে তাঁর অভিমত, ‘এই ইন্ডাস্ট্রিতে আমি এক যুগ পার করেছি। এখানে আমার সঙ্গে এমন আচরণ করার সাহস কারও হয়নি। আমি মনে করি, নিজের ব্যক্তিত্ব আপনাকে নিরাপদ দূরত্বে রাখতে পারে। আর ঘটনা যদি ঘটেই যায়, আপনি চুপ করে থাকবেন না। প্রতিবাদ করুন।’ বর্তমানে সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘তুমহারি সুলু’ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘ডার্টি পিকচার’ ছবির নায়িকা বিদ্যা। যেখানে দিনের বেলায় একজন সাধারণ গৃহিণী, কিন্তু রাতের বেলায় লাস্যময়ী এক রেডিও জকির চরিত্রে দেখা যাবে তাকে। সেই ছবি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের একটিতে উঠে আসে যৌন হয়রানির প্রসঙ্গ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১:২০ অপরাহ্ণ