১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

নওগাঁয় সীমান্ত থেকে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু ও ২ নারীসহ ১০জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খিজির খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার সীমান্ত এলাকার মধইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল।

এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে বসেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রোহিঙ্গাদের আটকে রেখে সাপাহার ১৪ বিজিবিকে খবর দিলে তারা এসে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তিনি বলেন, বর্তমানে তাদেরকে খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল, নাকি ভারত থেকে তাদের পুশইন করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ