বাগেরহাট প্রতিনিধি:
ঘুষ গ্রহণের অভিযোগে সুন্দরবনের চাঁদপাই স্টেশনের কর্মকর্তা (ওসি) নূরুজ্জামানসহ বনবিভাগের ৪জনকে বরখাস্ত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন চাঁদপাই স্টেশনের ওসি মো. নূরুজ্জামান, বনপ্রহরী কাইয়ুম, নৌকা চালক আব্দুর রব ও সাইফুল ইসলাম। বন বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জনায়, সম্প্রতি সুন্দরবনের আন্ধারমানিক টহল ফাঁড়ি সংলগ্ন শ্যাল নদীর একটি খালে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় চাঁদপাই স্টেশনের কর্মকর্তা নূরুজ্জামান বেহুন্দি জালসহ কয়েকজন জেলেকে আটক করেন।
পরে তাদেরকে (আটক জেলে ও জাল) ঘুষ নিয়ে ছেড়ে দেন। এ খবরের ভিত্তিতে চাঁদপাই স্টেশনের ওসি মো. নূরুজ্জামান, বনপ্রহরী কাইয়ুম, নৌকা চালক আব্দুর রব ও সাইফুল ইসলামকে পূর্ব সুন্দরবনের ডিএফও হাসান মাহামুদ চৌধুরী বরখাস্ত করেছেন।
এদিকে খবরের সত্যতা জানতে সোমবার সকাল ১০টায় ডিএফও হাসান মাহামুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজের ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান । তবে সুন্দরবনের খুলনা বিভাগীয় বনকর্মকর্তা (সিএফ) মো. আমীর হুসাইন চৌধুরী চাঁদপাই স্টেশনের কর্মকর্তা নূরুজ্জামানকে বরখাস্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্টেশন কর্মকর্তাকে সাসপেন্ড করতে যেহেতু আমার অনুমতি লাগে তাই আমি তার কথা জানি। তবে বাকি ৩ জনের ব্যাপারে ডিএফও হাসান মাহামুদ বলতে পারবেন।
দৈনিকদেশজনতা/ আই সি