নিজস্ব প্রতিবেদক:
পদত্যাগী প্রধান বিচারপতি এসকে সিনহা এখন কানাডার টরন্টোতে অবস্থান করছেন। শুক্রবার কানাডার উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগের পূর্বে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওইদিনই পদত্যাগপত্রটি দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেওয়া হয়। এরপর শনিবার প্রধান বিচারপতি কানাডায় এসে পৌঁছান। সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।
জানা গেছে, বিচারপতি সিনহা কানাডায় পৌঁছানোর পর বিশ্রাম নেন। এরপর তিনি বাংলাদেশে অবস্থানরত তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন। কেন পদত্যাগ করেছেন সেই বিষয়টিও তাদেরকে তিনি জানিয়েছেন। কি কারণে পদত্যাগ করেছেন এ বিষয়ে জানতে চাইলে ওই সূত্র জানায়, বিচারপতি সিনহা নিজেই নিজের সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এমনকি কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি তার পরিবারের ঘনিষ্ঠজনদেরকেও কিছু বলেন না।
দৈনিক দেশজনতা /এমএইচ