টেকনাফ প্রতিনিধি:
প্রায় সাড়ে ছয় মাস পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আজ পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার রাতে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারা বছর এই নৌপথে চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু সাগর উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। বর্তমানে সাগর শান্ত ও পর্যটকদের কথা চিন্তা করে আবারও অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণেও এ রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।
দৈনিকদেশজনতা/ আই সি