বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফে প্রথম লেগে বড় জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। গ্রিসকে হারিয়েছিল ৪-১ গোলে। গতকাল রোববার দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হলো দুই দলের ম্যাচ। তাতে গ্রিসকে ছিটকে দিয়ে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। এনিয়ে পাঁচ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইউরোপের দেশটি।
প্রথম লেগে বড় ব্যবধানে হারায় এ ম্যাচে ৬টি পরিবর্তন এনেছিলেন গ্রিস কোচ। ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেললো দলটি। কিন্তু গোলের দেখা পাওয়া হলো না। বল পজিশনও বেশিরভাগ গ্রিসের কাছে থেকেছে। ম্যাচটা শুধু জিতলেই হতো না গ্রিসের। গোলের ব্যবধানেও এগিয়ে থাকতে হতো অনেক। যার কোনটাই পারেনি তারা। তাই গ্রিসের মাঠেই বিশ্বকাপের টিকিট কাটার আনন্দ উল্লাস করে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়া প্রথম বিশ্বকাপ খেলে ১৯৯৮ সালে। এরপর ২০০২ ও ২০০৬ সালেও খেলেছে তারা। তবে টানা তিনটি বিশ্বকাপ খেললেও খেলা হয়নি ২০১০ বিশ্বকাপে। ২০১৪ বিশ্বকাপে ফের জায়গা করে নেয় তারা। এবার জায়গা করে নিলো রাশিয়া বিশ্বকাপেরও।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

