১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

রাজশাহীকে ৯ উইকেটের হারাল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের ১২তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে বড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মুশফিকদের ৯ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নাবীর দল।মুশফিকদের দেওয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র লিটন দাসের উইকেটটি খুইয়েছে ভিক্টোরিয়ানরা। এরপর জস বাটলার ও ইমরুল কায়েসের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় কুমিল্লা। বাটলার ৫০ ও ইমরুল ৪৪ রান করেছেন। রাজশাহীর হয়ে একমাত্র উইকেট শিকারী ফরহাদ রেজা।

এর আগে সন্ধ্যায় টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রান তুলতে সক্ষম হয় মুশফিকরা। রাজশাহীর হয়ে ল্যান্ডে সিমন্স ছাড়া কেউই বড় স্কোর করতে পারেন নি। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল আজ শুরুতেই সাজ ঘরে ফিরেছেন, একই পথে হেটেছেন রনি তালুকদারও।
ক্ষণিক আশা জাগিয়েও স্বরুপে জ্বলে উঠতে পারেননি মুশফিক। আলো ছড়ায়নি মিরাজের ব্যাটও। শেষদিকে কিছুটা লড়াই করেছেন একমাত্র ফরহাদ রেজা (২৫)। কুমিল্লার হয়ে মোহাম্মদ নাবী ৩টি , আল-আমিন, ব্রাভো ও রাশিদ ১টি করে উইকেট নেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ