২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৫

ইরাকের গণকবরে ৪০০ মৃতদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের কিরকুকে অন্তত ৪শ’ মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হাওয়াইজা শহরে একটি বিমানঘাঁটির কাছে গণকবরটি পাওয়া যায়। গতমাসে যৌথ বাহিনীর অভিযানে শহরটি আইএসমুক্ত হওয়ার পর রোববার এ খবর পাওয়া গেলো।

প্রাদেশিক গভর্নর জানান, গণকবর থেকে বেসামরিক নাগরিকদের জামা কাপড় উদ্ধার করা হয়েছে। স্থানীয় আদিবাসীদের তথ্যের ভিত্তিতে ইরাকি বাহিনী এ গণকবরের সন্ধান পায়। আইএস-এর নৃশংসতার শিকার বেসামরিক নাগরিকদের এখানে মাটি চাপা দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেও ইরাকের বিভিন্ন স্থানে আইএসের দখলমুক্ত হওয়া এলাকায় ৭২টি গণকবর পাওয়া যায়। সেখানে ১৫ হাজারেরও বেশি মৃতদেহ ছিলো।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৮:০১ অপরাহ্ণ