১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৬

বিশ্ব সুন্দরীর দৌড়ে ফাইনালে জেসিয়া

মিস ওয়ার্ল্ড বাংলাদেশে হেড টু হেডে অনেকটা চ্যালেঞ্জের মুখেই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জেসিয়া। আর এখন পর্যন্ত সুন্দরীদের প্রতিযোগিতায় ভালো অবস্থানেই আছেন তিনি।অনলাইন ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হয়ে ইতোমধ্যে আসরের ফাইনালে নাম লিখিয়েছেন বাংলাদেশি এই প্রতিযোগি।

প্রতিযোগিতায় মোট ১২০ জন প্রতিযোগী নির্বাচিত সেরা ৪০ জনের তালিকায় থেকে ফাইনালে উঠে এসেছেন জেসিয়া।

নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জেসিয়া লিখেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন।’

আগামী ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ঘোষণা করা হবে বিজয়ীর নাম। চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৮:১৫ অপরাহ্ণ