স্পোর্টস ডেস্ক:
নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ তোড়জোড় করেছিল সিরিজটি নিয়ে। খেলোয়াড়দের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়ে কড়াকড়ি আরোপ করেছিল। সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। শনিবার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন ২০১৮ সালের মার্চ-এপ্রিল মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে সিরিজটি।
কিছুদিন আগেই এক পিসিবি কর্মকর্তা জানিয়েছিলেন লাহোরে ঘন কুয়াশার কারণে বাতিল হয়েছে পাকিস্তান-উইন্ডিজ সিরিজ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর ছিল নিরাপত্তা ইশ্যুতে উইন্ডিজের কিছু ক্রিকেটার যেতে চান না পাকিস্তানে। কিন্তু কোন বোর্ড থেকেই আনুষ্ঠানিক বিবৃতি না দেয়ায় দ্বিধা-দ্বন্দ্ব ছিল সবার মনে। নাজাম শেঠি জানালেন সিরিজ বাতিলের কারণ, ‘নভেম্বরে সিরিজ হওয়ার কথা থাকলেও অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য আমরা ঝুঁকি নিই নি।’
শেঠি তার ঘোষণাতেই বলেছেন ২০১৮ সালের ২৯ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল তারিখে লাহোরে দলদুটি মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি খেলতে। তিনি আরও জানিয়েছেন পিসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পাঁচ বছরের চুক্তির কথা, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও পিসিবি পাঁচবছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় পাঁচবছরের (২০১৮-২০২৩) প্রতিবছরই পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রে দলদুটি মুখোমুখি হবে।’