১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

ঢাকার রাস্তা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ফাঁকা হয়ে গেছে যানজটের নগরী ঢাকার রাস্তা। যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি ফাঁকা হয়ে পড়েছে গুলিস্তানের মতো চিরচেনা যানজটের এলাকাও।
রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর রায়েরবাগ এলাকায় গিয়ে দেখা, গেছে শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু রাস্তায় কোনো যানবাহন নেই। বিশেষ করে নারী ও শিশুরা পড়েছে চরম ভোগান্তিতে। সাধারণ মানুষকে সরকারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অপরদিকে একই চিত্র দেখা গেছে গুলিস্তান এলাকায়ও। রাস্তায় কোনো যানবহান নেই। রাস্তার চিত্র দেখে মনে হচ্ছে স্বতস্ফূর্তভাবে অঘোষিত হরতাল চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ