২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৩

গোলানে সিরিয়ান ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার একটি চালকবিহীন ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেলআবিব এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাশিয়ার তৈরি ড্রোনটি দুই দেশের মধ্যকার অসামরিক এলাকায় ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গোলানের অসামরিক এলাকায় একটি ড্রোনকে উড়তে দেখার পর বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ভূপাতিত করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন কোনো বিষয়কে হালকাভাবে নেওয়া হবে না। উসকানিমূলক যেকোনো কর্মকাণ্ডের জবাব শক্তি প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে। ’

উল্লেখ্য, এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহর ব্যবহৃত একটি ড্রোনও ধ্বংস করেছিল ইসরায়েল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ