১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা।
শনিবার (নভেম্বর ১১) দিবাগত রাত ১টার দিকে টিটু মোটরসাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে মুমূর্ষু অবস্থায় টিটুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ শেখ জানান বাড্ডা লিংক রোড মেইন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী তুরাগ বাস টিটুর মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ