১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

ঈদের নাটক ‘মেজাজ ফরটি নাইন’

বিনোদন ডেস্ক :

আগের ঈদে প্রচার হয়েছিল কমেডিধর্মী নাটক ‘মেজাজ ফরটি নাইন’। এবার আসছে দ্বিতীয় কিস্তি। ১৫-১৬ মে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ঈদুল ফিতরে প্রচার হবে আরটিভিতে।   ‘মেজাজ ফরটি নাইট পার্ট টু’র গল্প লিখেছেন হামেদ হাসান নোমান। পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও আনিকা কবির শখ।নিমাথা জানান, নাটকটির প্রথম কিস্তি শেষ হয়েছিল শখ ও মোশাররফ করিমের বিয়ের মাধ্যমে। এবার তাদের সংসার জীবন তুলে ধরা হয়েছে। এতে দেখা যাবে— মোশাররফ করিম কথায় কথায় খেপে যান কিন্তু তা প্রকাশ করতে পারেন না। যার ওপর খেপে যান সেই ব্যক্তির প্রতি মনে মনে নিজের রাগ ঢালেন।‘মেজাজ ফরটি নাইট পার্ট টু’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নূর আলম নয়ন, সাদিকা জাহান ও শিহাব পারভেজ।

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৭ ১:২০ অপরাহ্ণ