১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

আশরাফের বাসায় কাদের

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য  সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে সৈয়দ আশরাফের মিন্টো রোডের সরকারি বাসভবনে যান ওবায়দুল কাদের। সেখানে প্রায় ৪০ মিনিট নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ করেন দুজন। এসময় ওবায়দুল কাদের সৈয়দ আশরাফকে বলেন, ‘ আপনি দুইবারের সফল সাধারণ সম্পাদক। আমরা আপনার সহযোগিতা চাই সবক্ষেত্রে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ এ বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন জানান, তিনি (ওবায়দুল কাদের) সমবেদনা জানাতে এসেছিলেন। আশরাফ ভাই এর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ