১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

ছিনতাইকারীর খপ্পরে মুনীরা মিঠু

নিজস্ব প্রতিবেদক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুনীরা মিঠু ও শ্যামল মাওলা ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। শুক্রবার গভীর রাতে ফোকফেস্ট থেকে ফেরার পথে উত্তরার আজমপুরের কাবাব ফ্যাক্টরির মোড়ে ছিনতাইকারীরা মুনিরা মিঠুর ব্যাগ ছিনিয়ে নেয়।

মুনীরা মিঠু জানান, বেশ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়ে ছিলেন তিনি। মুনীরার গলায় চাপাতি ধরেছিল ছিনতাইকারীরা। শ্যামল মাওলার চিৎকার করলে শুধু ব্যাগটা নিয়ে পালিয়ে যায় ছিনতাকারীরা।

মিঠু বলেন, রাত ১টায় ফোক ফেস্ট থেকে ফিরছিলাম। ছোট ভাই রনিকে উত্তরা আজমপুরে নামিয়ে দিয়ে চলে যায়। সেখান থেকে আমি আর শ্যামল রিকশা নিয়ে যখন কাবাব ফ্যাক্টরির মোড় পার হচ্ছি; হঠাৎ শ্যামল আমার হাত থেকে মোবাইল নিয়ে দৌড় দেয়।  এমন সময় আমার গলায় কি যেন ঠেকলো, ঘাড় নাড়াতেই দেখি গলায় চাপাতি ধরে ৩ ছিনতাইকারী দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, শ্যামল একটু দূরে দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে। ছিনতাইকারীরা শ্যামলের চিৎকার ভয় পেয়ে আমার ব্যাগটা নিয়ে পালিযে যায়। ন্যাশনাল আইডি কার্ড, এটিএম কার্ড আর কিছু টাকা নিয়ে গেছে। কিন্তু মোবাইলটা যে শ্যামল বাঁচিয়েছে, এবং চাপাতির কোপ থেকেও যে বাঁচালো।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ