১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডমরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এতে আরো ১৯৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টীয়ারিং কমিটি একথা জানিয়েছে।

তারা জানায়, টাইফুন ডমরির আঘাতে দুই হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়ে, এক হাজার ২৩১টি কার্গো ও মাছ ধরা জাহাজ ও নৌযান ডুবে যায় এবং ৪৩ হাজার তিন শ’র বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু মারা যায়।

ভিয়েতনামের নিরাপত্তা বাহিনী বিন ডিন প্রদেশের কুই নন নগরীর বন্দরে ডুবে যাওয়া আটটি জাহাজের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। এসব জাহাজা থেকে তেল ভেসে যাওয়া ঠেকাতেও তারা প্রস্তুত রয়েছে।

দুর্গত এলাকা থেকে এরইমধ্যে ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা।এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ, আধাসামরিক বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে স্থানীয়রাও। দেশটিতে ৫০ লাখ ডলারের ৪০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে রাশিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ১০, ২০১৭ ১০:৫৫ পূর্বাহ্ণ