১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

সোহরাওয়ার্দী উদ্যানে রোববার বেলা ২টায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী রোববার সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় বিএনপির সমাবেশ হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে নিখোঁজের দেশে পরিণত করেছে ক্ষমতাসীন সরকার। কে কখন গুম হবে নিখোঁজ হবে বলা যায় না। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

রিজভী বলেন, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজার, হাজারিবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজের সন্ধান মিলছে না। আসলে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দায়বদ্ধতা নেই। তিনি অবিলম্বে নিখোঁজ নেতা আব্দুল আজিজের সন্ধান দাবি করেন। এছাড়া আজ দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকালে বাধা দিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গ সংগঠন যৌথসভা করে প্রস্তুতি নিচ্ছে। জাসাস, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দলসহ সব সংগঠন প্রস্তুতি নিচ্ছে। সমাবেশ হবে আমরা নিশ্চিত। তবে লিখিত অনুমতি পাইনি। কিন্তু প্রশাসনের পক্ষে বলা হয়েছে তারা সমাবেশে সহযোগীতা করবেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বেলা ২টায় শান্তিপূর্ণ সমাবেশ করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মো: মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ