১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

জবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ইউনিটের (কলা অনুষদের অন্তর্ভুক্ত) স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, ‘ই’ ইউনিটের ১৫০টি (সংগীত বিভাগ-৪০টি, চারুকলা বিভাগ-৪০টি, নাট্যকলা বিভাগ-৪০টি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ-৩০টি) আসনের বিপরীতে ৭৫৬ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তি ন্যূনতম যোগ্যতা অর্জন করেছিল।

আজ বৃহস্পতিবার ‘ই’ইউনিটের (কলা অনুষদের অন্তর্ভুক্ত) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ব্যবহারিক ও পারফরম্যান্স পরীক্ষায় চারুকলা, সংগীত ও নাট্যকলা বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘ই’ ইউনিটভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ‘ই’ইউনিটে দুই হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.b)-এ পাওয়া যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ