১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

ডাকাত ধরতে গিয়ে গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গী গ্রামে ডাকাতদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে এঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের জেহের মৃধার ছেলে সাজ্জাদ মৃধা (৩৫) ও আয়ান মৃধার ছেলে সেন্টু মৃধা (৩৩)। এই ঘটনায় একই এলাকার রোকন ব্যাপারীর ছেলে স্বপন (২৫) ও ইছা ফকিরের ছেলে আলামিন ফকির (২৬) গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় শামীম মৃধা জানান, ডাকাতির ঘটনা টের পেয়ে স্থানীয় সাজ্জাদ মৃধা, সেন্টু মৃধা, স্বপন ব্যাপারী ও আলামিন ফকির বাড়ির পিছন দিয়ে নদীর পাড়ে যায় ডাকাতদের রেখে আসা সি-বোর্ড নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। যাতে করে সহজেই তারা ডাকাতদের ধরতে পারে। তারা সি-বোর্ডের কাছে গেলে সি-বোর্ডে বসে থাকা তিন ডাকাত তাদের লক্ষ করে গুলি ছুড়লে তারা মাটিতে পড়ে যায়। ডাকাতরা তাদের সকল সদস্যদের সি-বোর্ডে ওঠানোর জন্য প্রায় ৫ মিনিট ফাকা গুলি ছুড়ে এবং সহযোগীদের নিয়ে নদী পথে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতরা পালিয়ে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় দুইজনসহ গুলিবিদ্ধ ৪জনকে ফরিদপুর ৫শ’ বেড হাসপাতালে নিলে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দুজনের মধ্যে একজন আলামিন ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয় সামচেল ফকিরের বড় ছেলে ফরহাদ ফকিরের স্ত্রী মুক্তা জানান, ২০/২২ জন ডাকাতের একটি দল স্বর্ণালঙ্কার সহ প্রায় ৫৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
 চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্ত গুলিতে দু’জন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ