১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনির পর জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরিয়েছে গ্রাম্য মাতবররা। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় আনে। বুধবার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম তোজাম হোসেন (৪৫)। তিনি একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত তোজাম হোসেন গত মঙ্গলবার রাতে মহিপুর গ্রামের রবি মন্ডলের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় ওই স্কুলছাত্রীর চিৎকারে তার মা-বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং ঘরের মধ্যে তোজামকে হাতেনাতে আটক করেন। একপর্যায়েয় এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্ত তোজামকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে রাতভর চলে দেন দরবার। কিন্তু স্থানীয়ভাবে সমঝোতা বৈঠক ব্যর্থ হয়। এরপর বুধবার সকালে গ্রাম্য মাতবর ও বিক্ষুব্ধ লোকজন তোজামকে গণপিটুনি দিয়ে জুতার মালা গলায় পরিয়ে তাকে গ্রাম ঘোরাতে থাকে। ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযুক্ত তোজামকে উদ্ধার করেন।

শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, অভিযুক্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজনরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে লম্পট তোজাম এই স্কুলছাত্রীতে উত্যক্ত করে আসছিল। নানা কু-প্রস্তাবও দিয়েছিলেন। এতে কোনো সাড়া না পেয়ে ঘটনার রাতে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। একইসঙ্গে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। ইতিপূর্বেও তোজাম এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ