১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

স্কুলের সেপটিক ট্যাংকে স্কুলছাত্রের লাশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অপহরণের ৫ দিন পর জাহিদ হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। নিহত জাহিদ হাসান উপজেলার দুলালপুর ইউনিয়ন সাত লেজি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং দুললাপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, জাহিদ গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ৫ নভেম্বর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। সে নিখোঁজ হওয়ার দু’দিন পর তার পরিবারের মোবাইলে কল করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করে তার পরিবার। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে জিহাদ, এমদাদ ও খায়রুল নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে জাহিদের মৃতদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা / আই সি

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ