২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

এবার মারের বিদায়

স্পোর্টস ডেস্ক:

২০১৬ সালটা স্বপ্নের মতো কাটান অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার পর উইম্বলডনের শিরোপা জেতেন। ১২ মাসে জেতেন মোট ৯ শিরোপা। উঠে যান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু ২০১৭ সালে মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখছেন বৃটিশ এ টেনিস তারকা। এ বছর ইতিমধ্যে তিনি ৯টি টুর্নামেন্ট খেলেছেন। এরমধ্যে শিরোপা জিতেছেন মাত্র একটি। বাকি টুর্নামেন্টগুলো থেকে আগে আগেই বিদায় নিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয়, মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয়, বার্সেলোনার ওপেনের সেমিফাইনাল ও মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। আর সর্বশেষ ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন তিনি। ২৮ মে শুরু হবে ক্লে কোর্টে ফ্রেঞ্চ ওপেনের লড়াই। তার আগে ক্লে কোর্টের চার টুর্নামেন্টেই ব্যর্থ হলেন তিনি। গত বছল যে ৯ শিরোপা জিতেছিলেন তারমধ্যে একটি ছিল ইতালিয়ান ওপেনে। ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন তিনি। কিন্তু এবার দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান ফ্যাবিও ফগনিনির কাছে হারলেন ৬-২, ৬-৪ গেমে। এতে মোট মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে ৫ হার দেখলেন অ্যান্ডি মারে। আর নাম্বার ওয়ান অ্যান্ডি মারের বিপক্ষে ফগনিনির এটি প্রথম জয়।

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৭, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ