১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

ভ্রমণকারীদের জন্য ভাসমান ফলের হাট

নিজস্ব প্রতিবেদক:

ভাবছেন এই গরমে কোথায় বেড়াবেন? কাছাকাছি কোথাও গেলে তাও বা চলে। দূরের কথা তো ভাবাই যায় না। আর পাহাড়ি এলাকা? সেখানে তো আরও গরম, আরও তাপ। আপনার জন্য আছে মজার একটি ভালো খবর।
 গ্রীষ্মকালের এই দাবদাহে প্রকৃতিপ্রেমীদের একটু আরাম দিতে এশিয়ার সর্ববৃহৎ মানব সৃষ্ট লেক কাপ্তাই এ বসানো হয়েছে ভাসমান ফলের হাট। যে কোন মানের ফল নয়। ফরমালিন মুক্ত তাজা ফল দিয়েই তারা সাজিয়েছেন তাদের দোকানপাট।
 পার্বত্য অঞ্চল হওয়ায় রাঙামাটিতে এখন গরম তুলনামূলক বেশি। আর রাঙামাটিতে ভ্রমণ মানেই তো লেক। লেকে নৌভ্রমণ না করলে বেড়ানোর আনন্দই মাটি। স্থানীয় ফল ব্যবসায়ীদের মজার এই উদ্যোগ ভ্রমণকারীদের কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলেই মনে হচ্ছে।
ঝুলন্ত ব্রিজের আশেপাশে সারি সারি বোটের মধ্যে রাখা গ্রীষ্মকালীন রসালো ফল- লিচু, আনারস, পেঁপে, আতাফল, জামরুল, জাম, কাঁচা-পাঁকা আম, তরমুজ, ডালিম, মুসাম্বির, কলা, বেল , কাঁঠাল চোখকেও আরাম দেয়। ডাবের পানি ও লেবুর শরবতসহ এই রসালো ফল-ফলাদীর সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বলে আশ্বাস দেন বিক্রেতারা।
এই ফলগুলো মূলত আসে কাপ্তাই এর আশেপাশের এলাকায় বসবাসরত অধিবাসীদের বাগান থেকে। আদিবাসী-বাঙালি উভয়ই পাহাড়ে ফলান মৌসুমী ফল। এমন তাজা সুস্বাদু, কোন প্রকার রাসায়নিক মুক্ত ফল অবশ্যই মিস করা ঠিক হবে না।
দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৭, ২০১৭ ১২:৩৮ অপরাহ্ণ