নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সাকিব নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রিয়াজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত সাকিব নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিড়িসিড়ি এলাকার আলাল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে টঙ্গী থানার খাঁ পাড়ায় ভাড়া থেকে ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশী রিয়াজের ভাড়া বাসায় যায় সাকিব। এক পর্যায়ে টিভি দেখা নিয়ে সাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সাকিবকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে।
সাকিবকে না পেয়ে স্বজনরা খোজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে এলাকায় মাইকিং করে পরিবারের লোকজন। পরে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার রাতে রিয়াজের ঘরে খাটের নিচে সাকিবের মরদেহ দেখতে পান রিয়াজের মা। খবর পেয়ে বুধবার সকালে টঙ্গী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

