নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় নির্মাণাধীন একটি ফ্লাইওভার ভেঙ্গে পড়ে দুই শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ব্রীজের উপরের ছাদ করার জন্য করা একটি স্পান ও সেন্টারিং হঠাৎ করে ভেঙ্গে পড়ে। এতে দুই শ্রমিক আহত হয়। ব্রীজটি ঠিকাদারী প্রতিষ্ঠান “ম্যাক্স” নির্মাণে দায়িত্বে রয়েছে।
আহত নুরুন্নবী (২২) ও মুন্নাফ (৩০) নামে দুই শ্রমিককে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাঈনুদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। মোবাইল ফোনে তাঁর সাথে কথা হলে তিনি জানান, ঘটনার পরপর ওই কোম্পানির লোকজন সেখান থেকে সটকে পড়েন।
জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার প্রক্রিয়া শুরু করেন। সেখানে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখেন। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জানে-আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে ব্রীজের স্পান ও সেন্টারিং ভেঙ্গে দুই শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি। ম্যাক্স কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আব্দুল ওহাব জানান, গার্ডার সিফটিং-এর সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ