১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

জবি প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ‘জবি প্রেসক্লাব’ এর ২০১৭-১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।সংগঠনের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক জাহিদুল ইসলাম সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন জবি প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমারন আহমেদ অপু বলেন, ‘আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গতিশীল নেতৃত্ব নির্বাচিত হয়ে এ সংগঠনকে আরও এগিয়ে নেবে।’ অপর নির্বাচন কমিশনার হলেন— সংগঠনের সাবেক সভাপতি সুব্রত মন্ডল।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয় ট্রেজারার মো. সেলিম ভূইঁয়া, প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ