২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে  বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোহাম্মদ ইউসুফ আলী জানান, গ্রেফতাররা  মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ১৫ হাজার ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট,  ৪৫৫ গ্রাম ৪৬০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৬০০ বোতল ফেন্সিডিল ও ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন  উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ অাইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ