১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের শুনানি ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৫ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। এর ফলে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার ফায়ার সার্ভিসের পক্ষে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও রিটকারী ব্যারিস্টার মো. আব্দুল হালিম।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এরপর গত ৯ অক্টোবর মামলার বিবাদীপক্ষ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পায়। এরপর হাইকোর্টের রায় স্থগিত চাওয়া হলে আজ চেম্বার আদালত মামলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ