নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার কিছু পর এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরবাসীর অনেকেই ভূমিকম্পন অনুভব করেছেন। রিখটার স্কেলে ৪.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্নস্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফাহিম আহমেদ জানান, ভারতের ত্রিপুরায় ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পনের কারণে বাংলাদেশে হালকা কম্পন অনুভূত হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

