১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

মালয়েশীয় প্রতিনিধিদলের সঙ্গে খালেদার জিয়ার বৈঠক বিকালে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন মো. তায়িব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট ও রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গত সোমবার সকালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। একই দিন সন্ধ্যায় কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধিদলও খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ