১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

আজ যারা পাচ্ছে কর বাহাদুর পরিবার পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:

এই প্রথমবারের মতো করবাহাদুর পরিবারের নাম ঘোষণা করল এনবিআর। ৬২ জেলা থেকে তাদের বাছাই করে তালিকা করা হয়। মন্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মোট ৮৬ ‘করবাহাদুর পরিবার’ নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬ পরিবার। এগুলো হলো- খাজা তাজমহল পরিবার, এবিএম শফিউল আলমের পরিবার, লতিফুর রহমানের পরিবার, সৈয়দ হাসান ইমামের পরিবার, কুতুব উদ্দিন আহমেদের পরিবার, আবদুস সালাম মুশের্দীর পরিবার, আবদুল কাদের মোল্লার পরিবার, হাজী মো. কাউছ মিয়ার পরিবার, সৈয়দ আবুল হোসেনের পরিবার, আবদুল হকের পরিবার, সৈয়দ নূরুল ইসলামের পরিবার, আহমেদ আকবর সোবহানের পরিবার, একেএম রহমতুল্লাহর পরিবার, আবদুল মাতলুব আহমেদের পরিবারসহ আরো দুইটি পরিবার।

চট্টগ্রামের আট পরিবার হলো- আলী হোসাইন আকবর আলীর পরিবার, আবুল হাশেমের পরিবার, একেএম শামসুদ্দীন খানের পরিবার, ফরিদ আহমেদের পরিবার, জোহাইর আলীর পরিবার, নুরুল ইসলাম বিএসসির পরিবার, মো. এম জালাল উদ্দিন চৌধুরীর পরিবার, নুর নাহার জামানের পরিবার।

এ ছাড়া নারায়ণগঞ্জে জসিম উদ্দিন মাসুমের পরিবার, মুন্সীগঞ্জে মজিবুর রহমানের পরিবার, মানিকগঞ্জে সৈয়দ সোহেল ইমামের পরিবার, গাজীপুরে প্রফেসর আবদুল বারীর পরিবার, টাঙ্গাইলে যুগলপদ শাহার পরিবার, নরসিংদীতে মাঞ্জু মিয়ার পরিবার, ময়মনসিংহে আব্দুর রশিদের পরিবার, কিশোরগঞ্জে ভাস্কর কুমার দত্তের পরিবার, শেরপুরে জয়নাল আবেদীনের পরিবার, নেত্রকোনায় পিযূষ কান্তি ভৌমিকের পরিবার, জামালপুরে মির্জা আযমের পরিবার, ফরিদপুরে রবীন্দ্রনাথ সাহা, রাজবাড়ীতে জিল্লুল হাকিমের পরিবার, গোপালগঞ্জে কাজি শওকত আলীর পরিবার, মাদীপুরে শাহজাহান খানের পরিবার,

শরীয়তপুরে ডা. মো. মনিরুজ্জামানের পরিবার, কক্সবাজারে মো. মোস্তফার পরিবার, বান্দরবানে মাহবুবুর রহমানের পরিবার, সিলেটে ফজলে হাসান ফেরদৌসের পরিবার, মৌলভীবাজারে মতলুব খানের পরিবার, হবিগঞ্জে সুখলাল সূত্রধরের পরিবার, সুনামগঞ্জে আজিজুর রহমানের পরিবার, কুমিল্লায় আফজাল খানের পরিবার, নোয়াখালীতে আবুল খায়েরের পরিবার, লক্ষীপুরে আবু সায়েদের পরিবার, ব্রাক্ষণবাড়িয়ায় মো. হেলাল উদ্দিনের পরিবার, চাঁদপুরে আবদুল মান্নান খানের পরিবার,

ফেনীতে নুর জাহান বেগমের পরিবার, রাজশাহীতে আব্দুল গাফফারের পরিবার, পাবনায় স্যামুয়েল এস চৌধুরীর পরিবার, নাটোরে কাইয়ূম খানের পরিবার, নওগাঁয় শেখ আজাদ হোসেনের পরিবার, চাঁপাইনবগঞ্জে এফ কে এম লুৎফর রহমানের পরিবার, বগুড়া মতিয়ার রহমানের পরিবার, সিরাজগঞ্জে সানোয়ার হোসেনের পরিবার, গাইবান্ধায় আবদুল লতিফ হাক্কানীর পরিবার, জয়পুরহাটে আবদুল হাকিম মণ্ডলের পরিবার, রংপুরে মহুবর রহমানের পরিবার, দিনাজপুরে আকিল আহমেদের পরিবার,

ঠাকুরগাঁওয়ে মোকসেদুল আলমের পরিবার, পঞ্চগড়ে শফিক হোসেনের পরিবার, নীলফামারীতে ওহিদুল হকের পরিবার, লালমনিহাটে ফজলুল হকের পরিবার, কুড়িগ্রামে মো. মইজ উদ্দিনের পরিবার, বরিশালে আবদুর রাজ্জাকের পরিবার, ঝালকাঠিতে সালাউদ্দিন আহমেদের পরিবার, পিরোজপুরে মজিবুর রহমান খালেকের পরিবার, পটুয়াখালীর মো. শাহজাহান মিয়ার পরিবার, ভোলায় সানা উল্লাহর পরিবার, বরগুনায় হেনেরা বেগমের পরিবার, খুলনায় এমএম এ সালামের পরিবার,

যশোরে শফিউর রহমান মল্লিকের পরিবার, চুয়াডাঙ্গায় রকিবুল ইসলামের পরিবার, মাগুরা মো. রজব আলী মজনুর পরিবার, সাতক্ষীরায় গোলাম রব্বানীর পরিবার, নড়াইলে ওয়াহিদুজ্জামানের পরিবার, কুষ্টিয়ায় মজিবর রহমানের পরিবার, ঝিনাইদহে দুলাল কুমার চক্রবর্তীর পরিবার, মেহেরপুরে আবদুস সালামের পরিবার, বাগেরহাটে মীর শওকত আলী বাদশার পরিবার। ৬৪টি জেলার মধ্যে রাঙামাটি ও খাগড়াছড়িতে কোনো কর বাহাদুর পরিবার খুঁজে পাওয়া যায়নি।

আজ দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ