২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৮

শিক্ষকের বকুনীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষকের বকুনীতে অভিমানে আত্মহত্যা করেছে বাঁধন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী।সে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে হরিণাকুন্ডু উপজেলার তৈলটুপি গ্রামের গোলাম নবীর ছেলে।

প্রতিবেশী কাসেদ আলী জানান, বাঁধন এসএসসির টেষ্ট পরীক্ষায় নাম্বার কম পাওয়ার বিষয়ে জানতে চাই ওই স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও সহকারী শিক্ষক কোরবার আলী কাজীর কাছে। কিন্তু শিক্ষকরা তাকে উল্টো ধমক ও বকাবকি করে। ক্লাসের সহপাঠীরাও তার সাথে খারাপ আচরণ করে। এ ঘটনায় মর্মাহত হয় বাঁধন। এক পর্যায়ে অভিমানে সে মঙ্গলবার বিকালে আত্মহত্যার পথ বেচে নেয়।

বাঁধনের চাচা সিরাজুল ইসলাম জানান, অভিযোগ করেন টেষ্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার পর থেকেই স্কুল থেকে তাকে রেজল্ট জানানো হয়নি। রেজাল্টের বিষয়টি জানতে গেলেই উল্টো বকাবকি করেন শিক্ষকরা। আত্মহত্যার আগে বাঁধন তার মায়ের কাছে জানিয়ে গেছে তার মৃত্যুর জন্য প্রধান শিক্ষক আতিয়ার রহমান দায়ী।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, বাঁধন আত্মহত্যা করেছে বলে তার পিতা গোলাম নবী একটি লিখিত দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ