১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

ভিয়েতনামে টাইফুন ডামরির আঘাতে মৃতের সংখ্যা ৬৯

আন্তর্জাতিক ডেস্ক:

ভিয়েতনামে প্রলয়ঙ্করী টাইফুন ডামরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অতি বর্ষণ-বন্যায় এখনও লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

গত শনিবার কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুন আঘাত হানে। দুর্যোগের পরপরই দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শুরু হয় অভিযান। বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত দুর্যোগ মোকাবেলা টিম কর্মযজ্ঞ জারি রেখেছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলন শুরু হচ্ছে দেশটিতে। চীন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে আসার কথা।

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ