১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৩

টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলারে সালমানের হুঙ্কার

বিনোদন ডেস্ক:

বহু দিন পর পর্দায় ফিরছেন বলিউডের সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটি। তাদের কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তারা যে হতাশ করবেন না, তার প্রমাণ পাওয়া গেল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ট্রেলারে। মঙ্গলবার ছবিটির ট্রেলার মুক্তি পায়।

আনন্দবাজার’র খবরে জানা যায়, ২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২৫ জন ভারতীয় নার্সকে অপহরণ করা হয়। তাদের উদ্ধারের টানটান গল্পই দেখা যাবে বড়পর্দায়।

আলি আব্বাস জাফরের এই ছবিতে সালমান-ক্যাটরিনাকে একেবারে নতুনভাবে দেখা যাবে বলেই দাবি করছেন সিনে মহলের একটা বড় অংশ।

যশ রাজ ফিল্মসের ব্যানারে এর আগের ছবিটি ‘এক থা টাইগার’ তৈরি করেছিলেন কবীর খান। তিনিও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার দেখার পর প্রশংসা করেছেন।

আবু ধাবি, অস্ট্রিয়া, গ্রিস, মরোক্কোর বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শুটিং।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১০:০১ পূর্বাহ্ণ