৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩১

বাঞ্ছারামপুরে অপহরনের ৮ মাস পর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা জগন্নাথপুর  গ্রামের মলিনা সিটির পার্শ্বে নিখোঁজ হওয়ার ৮ মাস পর আজ মঙ্গলবার মলিনা সিটির অন্য  প্রান্তের শাখায় দূর্গারামপুর ও জগনাথপুরের মাঝের সিটির দেয়ালে গেসা।আসিক হাসান রিদয় জগনাথপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে  বাঞ্ছারামপুর সোবাহানিয়া আলীম মাদ্রাসার চতুর্থ লশ্রেনীর ছাত্র আশিক হাসান হ্নদয় (১২) এর কংকাল উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ ।


খবর নিয়ে জানা গেছে যে, আজ সকালে শ্রমিকরা মলিনা সিটির ভাঙ্গা দেয়াল মেরামত করতে গিয়ে মাটির নীচে কাপড় মোড়ানো কংকাল দেখে পুলিশকে খবর দিলে  তদন্ত পুলিশ মো. সাব্বির রহমান এবং এস আই শাহালম ঘটনা¯’ল থেকে কংকাল উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কংকাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরন করা হয় ।বাঞ্ছারামপুর মডেল থানার  অফিসার  ইনচার্জ অংশু কুমার দেব জানান, দশদোনা গ্রামের আশিক হাসান হ্নদয় গত এপ্রিল মাসে নিখোঁজ হয় । কংকালটি উদ্ধারের পর হ্নদয়ের মা নাজমা বেগম ছেলের পড়নে কাল রংয়ের জিন্স পেন্ট ও শার্ট জাংগা দেখে শনাক্ত করে ।  মামলাটি সিআইডি তদন্ত করে আসছিল।

এ ব্যাপারে মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা রতন কুমার দেব সাথে মোঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,অপহরন মামলার ১২ জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়েছে । প্রধান আসামী সাবান ব্যবসায়ী রফিকুল ইসলামসহ ৫ জন আসামীকে  স্বীকারোক্তিমূলক জবান বন্দী দিয়েছে বলে জানা গেছে । এই ঘটনা নিয়া এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।নিহতের পরিবারের এতদিন আশা ছিল তাকে খোজে পাবে মামলা যেহেতু সিআইডি পর্যন্ত দারিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৯:৩৫ অপরাহ্ণ