১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক বনদস্যু নিহত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় চুনকুড়ির খালে র‌্যাব-৬এর সাথে গোলাগুলির ঘটনায় বনদস্যু নান্নু মোল্যার মৃত্যু হয়েছে। র‌্যাব-৬এর সুত্রে প্রকাশ বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি পাইপ গান,একটি থ্রি নট থ্রি বন্দুক,একটি এক নলা বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের কর্মকর্তা জানান চুনকুড়ি খালে বনদস্যু অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায় এবং র‌্যাবের উপস্থিতি জানতে পেরে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করে।এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হঠলে র‌্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে নান্নুকে গুলি বিদ্ধ অবস্থায় আটক করে র‌্যাব ক্যাম্প থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৯:৪১ অপরাহ্ণ