১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইলে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের কালিহাতী উপজেলার পৃথকস্থানে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনা দু’টি ঘটে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান।
তিনি জানান, উপজেলার কামাক্ষা মোড়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হন।
অপরদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার হাতিয়া এলাকায় উত্তরবঙ্গগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। বর্তমানে লাশ দু’টি ঘটনাস্থলেই রয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ