১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

সিপিএ-এর নতুন চেয়ারপারসন এমিলিয়া মনজোবা লিফাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদীয় ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ)-এর নির্বাহী কমিটির নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোবা লিফাঙ্কা।মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধরা ভোটাভুটির মাধ্যমে মনজোবা লিফাঙ্কাকেই আগামী তিন বছরের জন্য তাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে।

মঙ্গলবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টার দিকে ভোটাভুটি শুরু হয়।

সিপিএ’র চেয়ারপারসন পদে এবার তিন জন প্রার্থী হন। তারা হলেন- ক্যামেরুনের এমিলিয়া মনজোবা লিফাকা, মনসেরাটের শিরলি এম. অজবর্ন এবং কুক আইল্যান্ডের মিক্কি র্যাটেল।

সিপিএ চেয়ারপারসন নির্বাচনে মোট ২১২টি ভোটের মধ্যে ভোট পড়ে ১৯২টি। এর মধ্যে এমিলিয়া মনজোয়া ১০৭টি, কুক আইল্যান্ডের মিক্কি র্যাটেল ৭০টি এবং মনসেরাটের (monserrat) শিরলি এম. অজবর্ন ১৫টি ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন।  এমিলিয়া মনজোবা লিফাঙ্কা সাংবাদিকদের বলেন, “আফ্রিকার জনগণকে ধন্যবাদ। সিপিএ-এর যেসব অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে, সেগুলো নিয়েই কাজ করব।”

নতুন চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, “এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন ধারণা নিয়ে সিপিএ এগিয়ে যাবে বলে আমি আশা করি।”২০১৪ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সংসদীয় ফোরামের চেয়ারপারসন নির্বাচিত হন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ