১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬

ময়মনসিংহে অস্ত্র-গুলি সহ ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ভোরে গরফগাঁওয়ের টাওয়ারের মোড় এলাকা থেকে নাইন এমএম পিস্তল ও পাঁচটি গুলিসহ তাঁদের গ্রেপ্তার করেন থানা পুলিশের টহল দলের সদস্যরা।

গ্রেপ্তার তিনজন হলেন—গফরগাঁও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোখলেছুর রহমান খোকা, তাঁর সহযোগী এরশাদ ও লিটন মিয়া।

পরে পুলিশ ধাওয়া করে তাঁদের আটক করে। এ সময় ইউপি সদস্য মোখলেছুর রহমানের দেহ তল্লাশি করে নাইন এমএম পিস্তল, গুলিভর্তি দুটি ম্যাগাজিন, লিটনের কাছ থেকে দুটি ও এরশাদের কাছ থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার উপপরিদর্শক সুমন জানান, আজ ভোরে পুলিশের একটি দল টাওয়ারের মোড় এলাকায় আসামি ধরতে যায়। এ সময় গ্রেপ্তার তিন ব্যক্তিকে সেখানে মোটরসাইকেলে চেপে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ থামতে সংকেত দেয়। কিন্তু তাঁরা তা অমান্য করে চলে যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৬:১৯ অপরাহ্ণ