২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

কামিল পরীক্ষার ফল প্রকাশ, মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম পর্ব (অনিয়মিত) ও ২য় পর্ব পরীক্ষা-২০১৫ এর ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে (অনিয়মিত) মোট পাশের হার শতকরা ৯৩.৭০ শতাংশ। এর মধ্যে ছেলে ৯৩.২৫ শতাংশ ও মেয়ে ৯৪.৫২ শতাংশ। কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বের মোট পাশের হার ৯৭.৮৩ শতাংশ। এর মধ্যে ছেলে ৯৭.৮২ শতাংশ ও মেয়ে ৯৭.৮৫ শতাংশ।

আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের (মাদ্রাসা সেল) আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর সারাদেশে ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ৮২৫ জন এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে কামিল ১ম পর্বে ৭৭৩জন এবং ২য় পর্বে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফলে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা ফল প্রকাশের দিন হতে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়েছে। এছাড়া কামিল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ