নিজস্ব প্রতিবেদক:
যমজ সন্তানের একটিকে পেটে রেখে অপারেশন শেষ করার মতো দায়িত্বে গুরুতর অবহেলার কারণ ব্যাখ্যা দিতে কুমিল্লার সিভিল সার্জন মজিবুর রহমানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্বাস্থ্য অধিদফরেরের মহাপরিচালকের নিকট জমা দিতে বলা হয়েছে।
তলবকৃত অন্য দু’জন হলেন- লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনকারী চিকিৎসক হোসনে আরা বেগম। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
এর আগে গত ২৯ অক্টোবর ওই তিনজনকে আজ সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ২৬ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘যমজের একটিকে পেটে রেখে অপারেশন শেষ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ