১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

দেশে ফোরজি সেবা দিতে প্রস্তুত রবি-এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক:

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশে ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করতে রবি ও এয়ারটেল প্রস্তুত রয়েছে। এখন সরকারের অনুমোদন পেলেই এই সেবা দেশব্যাপী বিস্তৃত করা হবে।’ রবিবার রাজধানীর একটি হোটেলে এয়ারটেলের প্যাকেজে ফোরজি ফোন নকিয়া টু অবমুক্তকালে তিনি এসব কথা বলেন।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমরা(রবি ও এয়ারটেল) ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, আমরা ফোরজি নেটওয়ার্ক দেশে পরীক্ষা করার জন্য বিটিআরসির কাছে অনুমতি চেয়েছি। আশা করি শিগগিরই অনুমতি মিলবে। রবির এই কর্মকর্তা বলেন, ‘দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করার আগে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে এমন হ্যান্ডসেট আমদানি করতে হবে। নইলে ফোরজির সুফল জনগণ পাবেন। তিনি এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে ডাক  ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলে এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফোরজি নেটওয়ার্ক চালু হবে। উল্লেখ্য, রবি ও এয়ারটেল একীভূত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। রবির পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে রয়েছে ‘এয়ারটেল’।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ