১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

কিমকে থামাতে সামরিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক মিসাইলের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র। চলছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে নিজের সামরিক বাহিনীকে ঢালাওভাবে সাজাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই সামরিক খাতে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মন্ত্রীসভায় চিঠি লিখলেন তিনি। এ ব্যাপারে সোমবার মন্ত্রীসভার উদ্দেশে চিঠি লেখেন তিনি। সেই চিঠিতেই হোয়াইট হাউসের তরফে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে।

তবে, শুধু প্রতিরক্ষা খাতেই নয়। এর পাশাপাশি নয়া আফগান নীতির জন্যও প্রয়োজন ১.২ বিলিয়ন ডলারের কথা বলা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুক্তরাষ্ট্র নিজেদের সেনা মোতায়েন করে আরও শক্তিশালী করে তুলতে চাইছে। আর এজন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। সেই কারণে মন্ত্রীসভার কাছে ১.২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চাইলেন ট্রাম্প। পাশাপাশি দুটি যুদ্ধজাহাজ চলতি বছরের শুরুতেই শত্রুপক্ষের আক্রমণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। সেই কারণে ঐ দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মেরামতের জন্যও প্রয়োজন ৭০০মিলিয়ন ডলারের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ