১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় নামছে ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণ এক জয় তুলে নেয় ইন্ডিয়া। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সেদিন জয় দিয়েই আশিষ নেহরাকে বিদায় জানায় ভারতীয় ক্রিকেট। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচটিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে, সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। আগে ব্যাট করে ২০২ রান করে প্রতিপক্ষে বেঁধে রাখে ৮ উইকেটে ১৪৯ রানের মধ্যে। ফলে ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় দুর্দান্ত ভাবে। আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৬ রান করে নিউজিল্যান্ড। জাববে ভারত ৭ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি। থিরুভানাথাপুরামের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ