১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলা

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় অফিসের নীচে থাকা দু’টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। ইট-পাটকেল নিক্ষেপে অফিসের জানালার গ্লাস ভেঙ্গে যায়। হামলার সময় অফিসের ভেতরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেনসহ নেতাকর্মীরা আটকে পড়েন। পরে পুলিশের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদে চলে যান।

গাংনী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। এসময় উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে ৩০/৪০ জন অফিসে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। মোশাররফ হোসেন রিভালভার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন আমজাদ হোসেন।

তবে গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন বলেন, নাশকতার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা অফিসের জড়ো হয়। এর প্রতিবাদ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ